Utpalendu chowdhury biography channel



[MEMRES-5]!

উৎপলেন্দু চৌধুরী

উৎপলেন্দু চৌধুরী

উৎপলেন্দু চৌধুরী

জন্ম(১৯৪৯-০৪-২৯)২৯ এপ্রিল ১৯৪৯
বর্তমানের বাংলাদেশ
মৃত্যু৬ ফেব্রুয়ারি ২০১১(2011-02-06) (বয়স ৬১)
সল্টলেক, কলকাতা , পশ্চিমবঙ্গ ভারত
ধরনলোকসঙ্গীত শিল্পী
পেশাগায়ক
দাম্পত্যসঙ্গীউত্তরা চৌধুরী
শিক্ষাকলকাতা বিশ্ববিদ্যালয়
দাম্পত্য সঙ্গীউত্তরা চৌধুরী
সন্তানতিস্তা চৌধুরী
তোর্সা চৌধুরী
পিতা-মাতানির্মলেন্দু চৌধুরী (পিতা)

উৎপলেন্দু চৌধুরী (ইংরেজি: Utpalendu Chowdhury) (২৯ এপ্রিল,১৯৪৯ -৭ ফেব্রুয়ারি,২০১১ ) ছিলেন বিখ্যাত বাঙালি লোকসঙ্গীত শিল্পী। [১] বাংলার শিক্ষিত সমাজে অবহেলিত লোকসঙ্গীতের ধারা পিতার নির্দেশিত পথে বহন করেছেন আমৃত্যু।

সংক্ষিপ্ত জীবনী

[সম্পাদনা]

উৎপলেন্দুর জন্ম ভারতের স্বাধীনতার পর পূর্বপাকিস্তানে অধুনা বাংলাদেশের সিলেটে ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৯ শে এপ্রিল। তার ডাকনাম ছিল রুণু। পিতা ছিলেন বাংলার সমৃদ্ধ লোকসঙ্গীত আন্দোলনের পথিকৃৎ, জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী নির্মলেন্দু চৌধুরী। ১৯৫৩ খ্রিস্টাব্দের কোন এক সময়ে তার পরিবার চলে আসেন কলকাতায়। উৎপলেন্দুর